Surprise Me!

সরিষাবাড়ীর রাস্তা এখন হাঁটার উপযোগীও নয়! রাস্তা দখল আর সংস্কারহীনতায় চরম ভোগান্তি | Mission 90 News

2025-04-21 0 Dailymotion

🚧 জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকার রাস্তাটি বছরের পর বছর কাঁচা ও জনভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।<br />🏠 রাস্তার দু’পাশের কিছু প্রভাবশালী পরিবার সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করায় ২০ ফুট প্রস্থের রাস্তা এখন রূপ নিয়েছে হাঁটার পথেও ছোট!<br />🚶 বর্ষাকালে রাস্তাটি পানিতে তলিয়ে গিয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়ে।<br />🗣️ এলাকাবাসীর দাবি — দখলমুক্ত করে বর্ষার আগেই যেন এই রাস্তাটি সংস্কার করা হয়।<br />👨‍💼 এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া সরকার জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।<br />📢 বিস্তারিত দেখুন Mission 90 News-এর রিপোর্টে।<br /><br />#সরিষাবাড়ী #রাস্তার_দুর্ভোগ #Mission90News #জামালপুর #পোগলদিঘা #দখল_মুক্তি #বাংলাদেশসংবাদ #রাস্তাঅবস্থা #জনদুর্ভোগ<br /><br />🌐 Mission 90 News Official Links:<br />🔴 ইউটিউব চ্যানেল: 👉 https://www.youtube.com/@Mission90news247<br />📲 ফেসবুক পেজ: 👉 https://www.facebook.com/mission90.news<br />📺 ভিডিও কভারেজ: 👉 https://www.facebook.com/mission90.tv<br />📰 অফিসিয়াল ওয়েবসাইট: 👉 https://mission90.news<br />📜 কপিরাইট নীতিমালা: 👉 https://mission90.news/copyright-policy/

Buy Now on CodeCanyon